প্রকাশিত: Mon, Dec 12, 2022 3:32 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:36 PM

আজ নয়াপল্টনে সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুলিশ: খন্দকার মোশাররফ

মহসীন কবির: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অভিযানের নামে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিটি তলায় পুলিশ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নথিপত্র, কম্পিউটার ও টাকা লুট করা হয়েছে। সোমবার সকালে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে যাবে বিএনপি ও সমমনারা।  মঙ্গলবার নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ হবে বলে জানান তিনি। 

মোশাররফ বলেন, আমাদের নেতাকর্মীর ওপর হামলা এবং গ্রেপ্তার- এটাই সরকারের খেলা। এ খেলার কথাই তারা বলে আসছিল। ১০ ডিসেম্বর গণসমাবেশকে পÐ করতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসসহ ও তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন,  কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা প্রমাণ করে; সরকার অমানবিক আচরণ করেছে। সভ্য দেশের সরকার এমন কাজ করতে পারে না। 

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কার্যালয়ে পুলিশি হামলা দেখে মনে হচ্ছে ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানিরা যেমন অপারেশন সার্চ লাইটের মতো হামলা করেছিল, ঠিক তেমনই এখানে করা হয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব